Gully Boy Part 3 (Official Music Video) - Rana - Tabib - Bangla Rap Song

Your video will begin in 20
Skip ad (5)
directory, add your ads, ads

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by admin
101 Views
Gully Boy Part 3 (Official Music Video) - Rana - Tabib - Bangla Rap Song

BANGLA RAP SONG - GULLY BOY PART 3 by TABIB MAHMUD Ft. GULLY BOY RANA


Songs Credit :-
Directed/Edited By : Tabib Mahmud
Dop : Raihan Uddin
Lyrics : Tabib
Music Composer : L.M.G Beats
Vocal : Tabib Mahmud & Rana

Lyrics :-

দেশে পাচ লাখ তেইশ হাজার কোটি টাকার বাজেট হলো।
বিটিভিও আঠারশো আটশট্টি কোটি টাকা পেলো।
পথশিশু কি কিছুই পায় না?

(র‍্যাপঃ১)

পাচ লাখ কোটি থেকে পাচশত কোটি দাও
তিনশত কোটি দিয়ে স্কুল গড়ে দাও
দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল
এই রানা, এই রাজু চল স্কুলে চল

টিউশন ফিস থেকে টিচারের মাইনে
সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে
আবাসিক স্কুলে থাকবে পথশিশু
মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু

ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান
ছোটো করে বলি তবে এইটারো সমাধান
বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে
হয়ে যাবে পাচশত কোটি টাকা ছাড়িয়ে

মাথাপিছু আয় যদি এত শত ওত হয়
আমার ভাগের টাকা করল কি সঞ্চয়
চাচ্ছিতো অধিকার চাচ্ছিনা অনুদান
বাকী রানাদের তরে এইটারো সমাধান

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

আমাদের বাজেটের আগা আছে মাথা নাই
যার আছে সব আছে যার নাই কিছু নাই
প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা
দোষ দিবে কার তুমি কেউ মোরা ভালো না

সূর্যের ভয়ে চোখ লুকিয়েছো চশমায়
সূর্যটা ডুবে গেলে আমাদেরো ঘুমপায়
আমাদের মায়েদের ঘুম পাড়ানীর গান
আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়

কাশ্মীর গিলে খেলো শকুনের ধান্দা
ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা
সবার উপর যদি মানুষ সত্য হয়
মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়

কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই
তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই
পাচ লাখ কোটি যদি দেশের বাজেট হয়
পাচশত কোটি টাকা একাউন্ট বেশী নয়

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

কত রানা বস্তিতে চেয়ে আছে অপলক
তোমরাতো বেচে গেছো পেয়ে বাপ বড়লোক
ফ্যামিলির হোটেলেতে পেট ভরে খাচ্ছো
ঢাকা থেকে আমেরিকা লন্ডন করছো

লাভ নেই কোনো যদি পদ্মায় গাড়ি ছুটে
শিক্ষার আলো এই কপালেতে নাহি জুটে
অন্ধের চোখ আছে ঐ থাকা থাকা নয়
আমরাও বেচে আছি এই বাচা বাচা নয়

আদর্ষে কালি ঢেলে ভুলে গেছি চেতনা
শাড়ি পড়ে বসে আছি তবু মাথা নত না
ভুলে গেছি রেসকোর্স বন্ধুর সে ভাষাণ
তলাফাটা ডিংগিতে তুলেছি সিংহাসন

পরে গেছি খপ্পরে শুনছো কি ভেলকি
মেঠো পথে খুন হলো ভেংগে গেলো পালকি
রাস্তায় বের হলে ভেতরটা চমকায়
এইভাবে বেচে থেকে আমাদের লাভ কী?

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

কে বলবে?
কেউ আছে?
কে?
কেউ নাই?

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

COPYRIGHT DESCLIMAR
Category
Music Singer Songwriter Music Category S
Tags
Gully Boy, Gully Boy Rana, Ami Rana Gully Boy, Tabib Mahmud, Rana New Song, Bangla Rap, Rap Song, Bangla Hip Hop Song, Bangla Song, Rana Mridha, Dhakaiya Gully Boy

Post your comment

Comments

Be the first to comment