Noshto Manob | নষ্ট মানব | Fokir Lal Miah | ‎Pallaby Roy|  Duronto | New Bangla Rap | @LMGBeats

Your video will begin in 10
Skip ad (5)
directory, add your ads, ads

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by
3 Views
© ALL RIGHTS RESERVED BY SHUTTER SPEED.

FOLLOWING CONTENT MAY NOT BE REPRODUCED NOR RE-UPLOADED BY OTHER INDIVIDUALS OR CHANNELS IN ANY OTHER SOCIAL MEDIA PLATFORMS.

PLEASE KEEP YOUR CHANNELS SAFE AND AVOID STRIKES. THANK YOU.
________________________________________


????????????????????????/????????????????????????????????:

Credits:

???? Audio:
Performers : Fokir Lal Miah X Pallaby Roy, X Duronto
Music Producer: LMG Beats
Sound Engineer: LMG Beats

???? Video:
Director: Nasimul Mursalin Shakkhar
Starring: Fokir Lal Miah X Pallaby Roy, X Duronto
Edit & Color: Studio Walli
Lights Control: Md Limon Khan
Production Controller: Romzan
Executive Producer: Towhid Hossain

???? নষ্ট মানব লিরিক্স:

এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।
এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।

এইটা বাংলাদেশের কথা,আমগো আমজনতার ব্যাথা।
নিজের মন্দ নিজে কইলে,আরে খারাপ লাগে ব্যাটা।
আজব সিটি পথে ঘাটে,পানির তলে গাড়ির চাকা!
চাউলের কেজি ৮০ টেকা,কিতা খাইবো আমজনতা?
রাজা নামে আছে ঠিকি,আধা মরা স্বাধীনতা!
আমার র‍্যাপের মাঝে খোঁজো তুমি, তোমার মনের কথা।
গানে লাল ফকিরে বিচার চাই'য়া, উল্টা খাইছে ছ্যাকা।
আমি কত কইছি মেসেঞ্জারে, করতাম একটু দেখা।
দেশের পরিস্থিতির গান বানাইতাম, হাতে নাইগা টেকা।
তগো ডিজিটাল দেশে আমি,বিদ্রোহী একা।
আর দেশ ভরা চামচিকা,গাছ ছাড়া ঢাকা!
আমি অনেকিই তো কইলাম,পারলে ভুলটা ধইরা দেখা?
এলাকার বড় ভাই,মানবতা বেঁচে খায়!
জনতার ভোটে জোটে,মাসে লাখ টাকা আয়!
হায় হায় কই যাই,স্বাধীনতা কই পাই?
নির্দোষে ভুল বুঝে,অভিশাপ দেয় মায়!

এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।
এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।

মধ্যবিত্তে জন্ম হলে,পানির তলে আগুন জ্বলে।
তুই কি বুঝবি রাজার বেটা? তোর তো জন্ম রাজমহলে।
পরেরটা টেকার উন্নয়নে,মধু বেঁইচা চিনি কেনে!
গরিব মরে পেটে ভাতে,রাজায় ঘুরে বনে বনে!
মৌমাছি সব বাড়ি ছাড়া,পরের ঘরে থাকে ভাড়া।
শিয়াল,শকুন পীরের বেশে,বুইঝা পাইনা মুরিদ কারা?
যে জন মায়ের কোলে ঘুমায়,অবুঝ শিশুর ঋণের বোঝা!
এইসব কথা বলতে গেলে,জেল না দিলেও শাস্তি সোজা।
আরে ব্যাটা নিজের বুঝে,যা সত্য তা আমায় বোঝা?
আমি ঢাকায় রিক্সা চালাই, কেন করবো তোর বাপের পূজা?
দীক্ষা নিয়া মইরা গেছে,জোসনা মুভির কালা ওঝা।
কাল নাগিনী ছোবল দিছে,বিষ নামাইবো কেডা বুঝা?
দশের লাঠি একের বোঝা,মানুষ আমি সরল সোজা।
আমার দেশের আজব মানুষ,চোখে পড়ছে কাঠের মোজা!
চোরচোট্টা সব সাধুবেশে,মাইক লাগাইয়া বয়ান বেঁচে!
বাপে মরে কামলা দিয়া,ছেলে ঘুরে নারীর পিছে!

এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।
এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।

এতিম আমার সোনার দেশে,কতো কিছু ঘটতে আছে!
বর্গা দিছে স্বাধীনতা,ছাই দিছে তাই গরম ভাতে।
রাজাকারের বাচ্চারা সব,সোনার বাংলা লুইটা খাইছে!
কুলাঙ্গারের কুসন্তানে,আলাদিনের চেরাগ পাইছে!
দেশের টেকা পাচার কইরা,বিদেশ নিয়া ঘর বানাইছে।
আমগো দেশের সুশীল সমাজ, এইডাও হেরা ভুইলা গেছে!
নিজের পিছে কারেন্ট লাগাই, অন্ধকারে আলো দেখে!
বিবেক মইরা পঁইচা গেছে,নাকে তাও না গন্ধ লাগে!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,ওইটার বাজেট আগেভাগে।
আমি কিছু কইতে গেলে,তাগো বুকে আগুন লাগে।
গল্পে আছে রাখাল ছেলে,ফাইসা গেছে মিথ্যা বলে।
তুই তো রাখাল,গোয়ালসহ গরু বাছুর বেইচা দিলে!
এই যে ধাপে ধাপে বাড়তে আছে, জিনিসপত্রের দাম!
আমগো দিনমজুরের বেহাল দশা, কি কইরা খাইতাম?
যারা মারতে পারে পাম,তাগো ঝরে না তো ঘাম।
বড় ভাইয়ের নাম বেঁচিয়া করে, নেতাগো দুর্নাম!

এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।
এই নষ্ট সমাজের,যত নষ্ট মানব
ওরা সৃষ্টির সেরা নামে,কাজে হিংস্র দানব।









#fokirlalmiah #noshtomanob #newbanglasong2024 #banglarap #banglahiphop #bdhiphop #banglahiphop

© 2024 SHUTTER SPEED
Category
Music Rap Music Category R
Tags
fokir lal miah, duronto, polloby

Post your comment

Comments

Be the first to comment